বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Tripura: ত্রিপুরায় শুরু বাড়ি থেকে ভোটদান

Pallabi Ghosh | ১০ এপ্রিল ২০২৪ ১৬ : ২২Pallabi Ghosh


নিতাই দে, আগরতলা: রাজ্যে লোকসভা নির্বাচনে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছে আজ থেকে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন সহ ৭ রামনগর বিধানসভা ১টি উপনির্বাচনের জন্য ১০ এবং ১২ই এপ্রিল চলবে। অন্যদিকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য ১৭ এবং ১৮ই এপ্রিল বাড়ি বাড়ি গিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হবে। ৮৫ বছরের ঊর্ধে বয়স্ক ভোটার, বিশেষভাবে সক্ষম ভোটার যারা বাড়িতে বসে ভোটদানের আবেদন করেছেন তারা এই সুবিধা নিতে পারবেন। ১০ ও ১২ এপ্রিল বাড়িতে বসে পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য আবেদন করেছেন ৫০০০জন ভোটার। এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন দপ্তর থেকে ২টি লোক সভা কেন্দ্রে টিম গঠন করেছে রাজ্য নির্বাচন কমিশন। আজ পশ্চিম ত্রিপুরা লোকসভা ও ৭ রামনগর বিধানসভা উপনির্বাচনের বাড়ি বাড়ি ভোট গ্রহণ প্রক্রিয়ার সময় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচন কমিশনার পুনিত আগারওয়াল, পশ্চিম ত্রিপুরার রিটার্নিং অফিসার তথা পশ্চিম জেলার জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ নির্বাচনী কর্মকর্তারা। এইদিন রাজ্যের মুখ্য নির্বাচনে আধিকারিক জানান পশ্চিম ত্রিপুরা আসনে হুম ভোটার রয়েছেন ৪৫৮১ জন আর পূর্ব ত্রিপুরা আসনে হুমবুটারস রয়েছেন প্রায় ৪৭২০ জনের মতো। ওইদিন বাড়ি বাড়ি ভোট গ্রহণের সময় আধা সামরিক বাহিনী ত্রিপুরা পুলিশ ও টিএসআর জওয়ানরা নির্বাচন কমিশনের টিমের সঙ্গে ছিলেন।




বিশেষ খবর

নানান খবর

Celebrating Children's Day  #ChildrensDay #HappyChildrensDay #HealthForKids #RightToLearn #NoToChildAbuse

নানান খবর



সোশ্যাল মিডিয়া



04 24